শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
শিক্ষা বোর্ডের নির্দেশনা

চাপ দিয়ে টিউশন ফি আদায় করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ পরিস্থিতিতে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক বেতন বা যে কোনো ফি পরিশোধে  শিক্ষার্থী ও অভিভাবকদের চাপ না দিতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর বা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বকেয়াসহ মাসিক বেতন বা অন্যান্য ফি আদায় করতে বলা হয়েছে। শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত এ নির্দেশনা ইংরেজি মাধ্যমের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদ বরাবর পাঠানো হয়েছে। শিক্ষা বোর্ডের এ নির্দেশনায় বলা হয়, ইংরেজি মাধ্যমে নিবন্ধিত জুনিয়র ক্যামব্রিজ/ক্যামব্রিজ/সিনিয়র ক্যামব্রিজ (এ লেভেল ও লেভেল) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এটি প্রযোজ্য হবে।

বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁ বলেন, ইংরেজি মাধ্যমের জন্য এ নোটিস দেওয়া হলেও বাংলা মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও এটি প্রযোজ্য হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর