শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
লকডাউন ভেঙে পথে মানুষ

খুলনায় ঝুঁকি নিয়েই বাজারে ভিড়

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় ঝুঁকি নিয়েই বাজারে ভিড়

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকলেও খুলনায় হঠাৎ করেই সড়কে-বাজারে জনসমাগম বাড়তে শুরু করেছে। বিশেষ করে বাজার এলাকাগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মানছে না কেউ। নানা অজুহাতে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে অসংখ্য মানুষ। তবে বড় বাজার এলাকায় ক্রেতা-বিক্রেতার ভিড় কমাতে আলাদা সময়ে আড়ত ও দোকান খোলা রাখার নতুন নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। নিয়ন্ত্রণহীন বহিরাগতদের আগমনের কারণে খুলনা এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে। খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, পরিস্থিতি ক্রমে জটিল হলেও সাধারণ মানুষের মধ্যে উদাসীনতা দেখা যাচ্ছে। কিছু মানুষ ঘরেই থাকতে চায় না। বহিরাগতদের চিহ্নিত করতে লাল পতাকা টানিয়ে হোম কোয়ারেন্টাইন করা হলেও কয়েকটি বাড়ি থেকে লোকজন পালিয়ে গেছেন। কোনো কারণে ‘কমিউনিটি সংক্রমণ’ শুরু হলে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হবে। এদিকে গতকাল সকালে নগরীর বড় বাজার, শেখপাড়া কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় সবখানেই উপচে পড়া ভিড়। এক কেজি ছোলা, সাবান, আটা বা ছোটখাটো জিনিস কিনতেও মানুষ এলাকার দোকান ছেড়ে পাইকারি বাজারে আসছেন। এসব এলাকায় অসংখ্য মানুষকে আড্ডা দিতে দেখা যায়। তবে এ ধরনের পরিস্থিতি সামলাতে বড় বাজার এলাকায় দোকান ও আড়ত খোলা রাখার নতুন নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত চালের আড়তসহ সব প্রকার আড়ত খোলা থাকবে, এ সময় অন্যান্য দোকান বন্ধ থাকবে। অপরদিকে বেলা ১২টা হতে বিকাল ৫টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা থাকবে, এ সময় আড়ত বন্ধ থাকবে। এ ছাড়া সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাজারের মাহেন্দ্র স্ট্যান্ড মোড় হতে কবুতর পট্টি পর্যন্ত রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি চলাচল বন্ধ থাকবে।

শ্রমিকের মাধ্যমে লোড-আনলোড করতে হবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সদর থানার মোড় হতে কালিবাড়ি পর্যন্ত ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ থাকবে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, করোনা প্রতিরোধে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর