শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কুকুরের জন্য জুঁইর ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

কুকুরের জন্য জুঁইর ব্যতিক্রমী উদ্যোগ

বৈশ্বিক দুর্যোগ করোনা মহামারীতে মানুষের মতো খাদ্য সংকটে ভুগছে প্রাণীরাও। ভাইরাসের এ প্রকটতায় মানুষ এগিয়ে আসছে মানুষের বিপদে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে সহযোগিতার হাত নিয়ে। প্রাণীরা নির্বাক বলে তাদের দিকে কারোরই খেয়াল নেই। বিশেষ করে প্রভুভক্ত কুকুররা এ পরিস্থিতির মারাত্মক শিকার। কয়দিন আগের স্থূল শরীরও এখন প্রায় জীর্ণশীর্ণ। আর এ বিষয়টি উপলব্ধি করে রাস্তার কুকুরদের খাদ্যের জোগান দিতে এগিয়ে এসেছেন প্রতিশ্রুতিশীল অভিনেত্রী জুঁই জান্নাত। ২৭ মার্চ থেকে তিনি রাস্তার কুকুরের খাবারের জোগান দিয়ে আসছেন। নিজের ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে জুঁই জান্নাত বলেন, মানুষের মতো কুকুরদেরও ক্ষুধা লাগে।

কিন্তু তারা কথা বলতে পারে না। চেয়ে খেতে পারে না। মানুষের জন্য অনেকেই করছেন কিন্তু প্রভুভক্ত কুকুরদের জন্য কেউই এগিয়ে আসেনি। যার কারণে নিজস্ব উদ্যোগে আমি কুকুরদের খাওয়ানোর কাজটি শুরু করি। প্রায় ২৪-২৫ দিন ধরে ব্যক্তি উদ্যোগেই তাদের প্রতিদিন খাবার দিচ্ছি। শুরুর দিকে কয়েকজন আমাকে হেল্প করলেও এখন আর কেউই আমার পাশে নেই। এই কঠিন পরিস্থিতিতে অন্যরাও যদি আমার মতো এগিয়ে আসে তাহলে খাবারের অভাবে কোনো কুকুরই মারা যাবে না। সবাই যদি নিজ নিজ এলাকায় নিজ নিজ বাড়ির সামনে ওদের জন্য একটু করে খাবার দেয় তাহলে খাবারের অভাবে অন্তত কোনো কুকুর মারা যাবে না। আমি চাই অন্যরাও আমার মতো এগিয়ে আসুক। লোক দেখানোর জন্য করছি না, পশুদের প্রতি ভালোবাসার তাগিদেই কাজটি করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর