শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রাণ চুরি ও স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের শাস্তি দিন : মান্না

নিজস্ব প্রতিবেদক

ত্রাণ চুরি এবং স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগগুলোকে মানবতাবিরোধী হিসেবে দ্রুতবিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় ৮ দফা প্রস্তাব তুলে ধরেন। মান্না বলেন, করোনা পরিস্থিতিতে ডাক্তার, নার্সসহ সব স্বাস্থ্যকর্মীর জন্য মাসে ২৫ হাজার থেকে ১ লাখ টাকার প্রণোদনা ও দিন আনা দিন খাওয়া দুই কোটি পরিবারের ৩ মাসের খাবার নিশ্চিত করতে হবে। করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় এখনই দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী, এনজিও প্রতিনিধির সমন্বয়ে ৩-৫ বছর মেয়াদি একটি স্থায়ী ‘জাতীয় পুনর্গঠন কমিটি’ গঠন করতে হবে।

 

তিনি বলেন, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ২ কোটি মানুষের জন্য ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে। ডাক্তার, নার্সসহ সব স্বাস্থ্যকর্মীর জন্য মানসম্পন্ন পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করতে হবে। করোনায় আক্রান্ত বা মৃত্যুবরণকারী সরকারি-বেসরকারি সব চিকিৎসকের সরকারি বীমা নিশ্চিত করতে হবে। প্রত্যেক উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সরকারি হাসপাতাল, স্থানীয় প্রশাসন এবং এনজিওর মাধ্যমে করোনা টেস্টিং বুথ স্থাপন করতে হবে। অবিলম্বে প্রতিদিন কমপক্ষে ১০ হাজার টেস্টের ব্যবস্থা করতে হবে। করোনা চিকিৎসার সব সুবিধাসহ ১০ হাজার আইসিইউ বেডের ব্যবস্থা করতে হবে এবং ক্রমান্বয়ে তা বাড়ানোর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। মান্না বলেন, দরিদ্র কৃষকদের সমস্ত ঋণ মাফ করে দিতে হবে। মাঝারি চাষিদের ঋণের সুদ ৬ মাসের জন্য মওকুফ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর