শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আমৃত্যু সেবা করতে চাই

-ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আমৃত্যু সেবা করতে চাই

ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি গতকাল বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ১ হাজার ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন -বাংলাদেশ প্রতিদিন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, করোনাভাইরাসের কারণে যারা দিন আনে দিন খায়, তারা কর্মহীন হয়ে পড়েছেন। আর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আপনাদের ঘরে থাকতে হবে, আপনাদের খাবার পৌঁছে দেওয়ার জন্য আমরা বাইরে আছি। অতীতে আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব এবং আমৃত্যু আপনাদের সেবা করতে চাই। গতকাল বিকালে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজীউর রহমানের অর্থায়নের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে   তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘বাঞ্ছারামপুরের একটি মানুষও এই দুর্যোগে না খেয়ে থাকবে না। আমি এক লোকমা খানা খেলে আপনারাও খাবেন। আপনাদের খেদমত করার জন্যই আমাকে এমপি বানিয়েছেন।’  বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতারা কৃষকের ধান কেটে দেওয়ায় তিনি প্রশংসা করেন। কৃষকদের জমির ফসল বাড়ি আনতে শ্রমিক সংকট মোকাবিলায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং ছাত্রলীগকে নির্দেশনা প্রদান করেন তিনি। কৃষকদের উদ্দেশে বলেন, একখ  জমিও যেন অনাবাদি না থাকে সেদিকে দৃষ্টি দিতে হবে। ইউনিয়নের ১২শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উদ্দিন সরোয়ার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল, বাঞ্ছারামপুর পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন, এ কে এম শহিদুল হক বাবুল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল আহাদ খোকন, এইচ কে আছমাতুন্নেছা স্কুলের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান, বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মীর রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমূদুল হাসান ভূঁইয়া, শ্রমিক লীগ আহ্বায়ক সৈয়দ আবদুল আজিজ প্রমুখ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর