শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা চিকিৎসার তালিকা থেকে বাদ সোহরাওয়ার্দী হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য নির্ধারিত হাসপাতালের তালিকা থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘এখন আর কভিড ডেডিকেটেড নয়, জেনারেল হাসপাতাল হিসেবেই সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে কভিড ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার পর ৭০-৮০ ভাগ প্রস্তুতি শেষ করেছিলাম। চিকিৎসক-নার্সসহ অন্যদের প্রশিক্ষণ, বিভিন্ন কমিটি, অবকাঠামোগত বদল সবই করা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (পুরাতান বার্ন ও নতুন ভবন), মুগদা জেনারেল হাসপাতালের মতো বড় হাসপাতালকে কভিড রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে।

কিন্তু জেনারেল রোগীদের জন্য বড় একটি হাসপাতাল প্রয়োজন হবে। এ ভাবনা থেকেই সোহরাওয়ার্দীকে বাদ দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। পাশাপাশি, এ এলাকায় হৃদরোগ ইনস্টিটিউট, কিডনি ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল, জাতীয় চক্ষু হাসপাতাল, শিশু হাসপাতালসহ অনেকগুলো হাসপাতাল অবস্থিত। তাই এ এলাকা পুরোটাই জেনারেল রাখা হয়েছে। কভিড আর নন কভিড-১৯  রোগী যেন মিলে না যায়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর