রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
লকডাউন মানছে না কেউ

রাজশাহীতে থেমে নেই প্রবেশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে থেমে নেই প্রবেশ

ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশফেরত মানুষের রাজশাহীতে প্রবেশ থেমে নেই। স্বাস্থ্য বিভাগের হিসাবে শুক্রবারও ২৪ জন রাজশাহী জেলায় প্রবেশ করেছেন। তবে বিভিন্ন সূত্র বলছে প্রতিদিন এর চাইতেও বেশি মানুষ নানা পন্থায় রাজশাহীতে প্রবেশ করছে। আর প্রধান সড়কগুলোতে যানবাহন ও মানুষের উপস্থিতি কম থাকলেও পাড়া-মহল্লার চিত্র সম্পূর্ণ ভিন্ন। এতে করে এই অঞ্চলে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি। এ পর্যন্ত রাজশাহী জেলায় আক্রান্ত ৮ জনের ৭ জনই ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত। রাজশাহীকে নিরাপদ রাখতে ৬ এপ্রিল রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। ২০ দিন হয়েছে রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণার; তবে বাস্তব চিত্র উল্টো। কোনো না কোনোভাবে প্রতিদিন রাজশাহীতে ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ ফেরতরা প্রবেশ করছেন। জেলা সিভিল সার্জনের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার ৩৩ জন রাজশাহীতে প্রবেশ করেছেন। যাদের মধ্যে ২২ জন ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে ৬, মালয়েশিয়া থেকে ১, চট্টগ্রাম থেকে ১, চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ এবং কুষ্টিয়া থেকে ১ জন ফিরেছেন। একইভাবে বুধবার ১২, মঙ্গলবার ২৭ ও সোমবার ৩০ জন প্রবেশ করেছেন। সর্বশেষ শুক্রবার ২৪ জন প্রবেশ করেছেন। তবে স্থানীয় বিভিন্ন সূত্র বলছে, এর চাইতেও বেশি মানুষ নানা পন্থায় জীবনের ঝুঁকি নিয়ে রাজশাহীতে প্রবেশ করছেন। বিধি নিষেধ থাকা সত্ত্বেও ওষুধ, মুদি ও সবজির দোকান ছাড়াও বিভিন্ন দোকান খোলা আছে। কাঁচাবাজার ও টিসিবি পণ্যের বিক্রয় পয়েন্টগুলোতে প্রতিদিন মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রশাসন এখন পর্যন্ত এই স্থানগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারেনি। তবে পাড়ামহল্লার অধিকাংশ বাজারগুলো সপ্তাহের প্রতিদিন খুলে না রেখে, তিন দিন খুলে রাখার ব্যবস্থা করা হয়েছে।

রাজশাহী জেলার বিভিন্ন সড়ক ও বাজারে সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে। এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় দরিদ্র বয়স্কদের খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে। সেনাবাহিনী যখন যে এলাকায় টহল জোরদার করছে, তখন সেই এলাকার মানুষ সতর্ক হচ্ছেন। তবে সেনাবাহিনী চলে গেলে আবারও ওই সব এলাকায় জনসমাগম বাড়ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর