রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বাঞ্ছারামপুরে সাহরির সময় মধ্যবিত্তের দরজায় উপহার

বাঞ্ছারামপুর প্রতিনিধি

বাঞ্ছারামপুরে সাহরির সময় মধ্যবিত্তের দরজায় উপহার

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সব ধরনের জনসমাগম বন্ধ রাখার জন্য গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ  ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বেশি সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত পরিবারগুলো। করোনার প্রভাবে সবকিছু বন্ধ থাকায় সরকার, রাজনৈতিক নেতা ও ব্যক্তিগত উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেও পাচ্ছেন না মধ্যবিত্তরা। জননেত্রী  শেখ হাসিনার নির্দেশে এরকম পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে মাটি ও মানুষের নেতা ক্যাপ্টেন             এ বি তাজুল ইসলাম (অব.)-এমপি লজ্জায় হাত বাড়াতে পারে না এমন মধ্যবিত্তদের পাশে দাঁড়িয়েছেন। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে পবিত্র মাহে রমজানুল মোবারকের প্রথম সেহেরীর পূর্ব মুুহূর্তে ২৮২ নিম্ব মধ্যবিত্ত পরিবারের মাঝে কঠোর  গোপনীয়তায় খাদ্য ও ইফতার উপহার পৌঁছে দিলেন ক্যাপ্টেন তাজ। উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি নিজস্ব অর্থায়নে পুরো রমজান মাস জুড়ে হটলাইনে এসএমএস করা ব্যক্তিদের চাহিদা যাচাই-বাছাইপূর্বক এই কার্যক্রম অব্যাহত রাখবেন। সর্বোচ্চ  গোপনীয় তালিকার ভিত্তিতে মধ্যবিত্তের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের একটি বিশেষ টিম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর