রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কৃত্রিম রং মিশিয়ে মাংস বিক্রি, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারে বেশি দাম পেতে কৃত্রিম রং মিশিয়ে গরুর মাংস বিক্রির অপরাধে দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দোকানে রাখা রং দেওয়া মাংস ধ্বংস করা হয়। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় চান্দগাঁও, কোতোয়ালি ও পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়েছে। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, রং দেওয়া পানি গরুর মাংসে মেশানো হচ্ছিল তাজা দেখানোর জন্য। এ ছাড়া মেসার্স খাজা, হজরত কালুশাহ্ স্টোর ও আর রহমান স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করায় চার হাজার টাকা করে জরিমানা করা হয়। তাছাড়া হারুন স্টোরকে নকল চেরি বিক্রি করায় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। পতেঙ্গা থানার স্টিল?মিল বাজারের বিসমিল্লাহ ব্রয়লার হাউসকে মূল্য তালিকা প্রদর্শন না করায় চার হাজার টাকা এবং আরাফাত কুলিং কর্নারকে খাদ্যদ্রব্য সরবরাহ করতে ছাপানো নিউজপ্রিন্ট ব্যবহার ও ইফতারসামগ্রী খোলা অবস্থায় বিক্রির জন্য ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভোক্তাদের বিক্রেতা বেশি মূল্যে পণ্য বা ওষুধ বিক্রি বা বিক্রির প্রস্তাব করলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন নম্বরে (১৬১২১) অভিযোগ জানাতে অনুরোধ জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর