রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা

চট্টগ্রামে বাজার নিয়ন্ত্রণে ১০ মোবাইল টিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পণ্যের দাম বেশি নেওয়া এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার অভিযোগে প্রায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রমজানের প্রথম দিনেই ৫৮টি মামলায় ১০টি ভ্রাম্যমাণ আদালত দুই লাখ ৯৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেছেন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘পাইকারি বাজার নিয়ন্ত্রণ থাকলে খুচরা দাম স্বাভাবিকভাবেই কমে আসবে। তার পরও অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই প্রতিদিন সকাল-বিকাল অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব নিশ্চিতেও অভিযান পরিচালিত হচ্ছে।’ জেলা প্রশাসনের সূত্র জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন নগরীর খাতুনগঞ্জ পাইকারি বাজারে অভিযান চালিয়ে চাল, ছোলা, ডাল, খেজুর, পিয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে ১৫টি মামলায় এক লাখ ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমাম আটটি মামলায়  ৫৪ হাজার টাকা, সিনিয়র সহকারী কমিশনার চাই থোয়াইলা চৌধুরী একটি মামলায় ৫০০ টাকা, সিনিয়র সহকারী কমিশনার নাজমুন নাহার মুদি ১২টি মামলায় ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা নগরীর পাঁচলাইশ, খুলশি, বায়েজিদ এলাকায় ১১ হাজার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ হালিশহরে লকডাউনের পুরো সময় দোকান খোলা রাখার অভিযোগে ২০ হাজার টাকাসহ ৫টি মামলায় ২৮ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর