শিরোনাম
রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা পাল্টে দিল ইফতারির আয়োজন

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

করোনা পাল্টে দিল ইফতারির আয়োজন

ফুটপাথ থেকে শুরু করে অভিজাত হোটেল সবখানেই প্রথম রোজা উপলক্ষে হরেক রকম ইফতারি কেনার হিড়িক -বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাস প্রাদুর্ভাব পাল্টে দিল রমজানের ইফতারির রকমারি আয়োজনের চিত্র। অন্যান্য বছরের রোজার মতো এবার হোটেল রেস্টুরেন্টগুলোর নেই ইফতারি পসরা সাজানোর প্রতিযোগিতা। থাকছে না ইফতার পার্টি ও সাহরি পার্টির জন্য হোটেল রেস্টুরেন্টগুলোর পূর্ব প্রস্তুতি। ফুটপাথ থেকে শুরু করে অভিজাত হোটেল কোথাও নেই প্রথম রোজা উপলক্ষে হরেক রকম ইফতারি কেনার হিড়িক। চট্টগ্রামের কয়েকজন হোটেল ব্যবসায়ী বলেন, প্রত্যেক বছর রোজার আগে থেকে কত পদের ইফতারি তৈরি ও বিক্রি হবে তা নিয়ে ব্যস্ত থাকতে হতো। কিন্তু এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব কর্মচারী ছুটিতে চলে গেছে। তাই ইফতারি আয়োজনের প্রস্তুতির কথা দূরে থাক হোটেল খোলার চিন্তাও করতে পারিনি। এবার রোজায় চট্টগ্রামের সিংহভাগ হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকছে। চট্টগ্রাম বারের একজন আইনজীবী বলেন, ‘এবার ইফতারির আবহটাই (রীতি) পরিবর্তন হয়ে গেল। অন্যান্য বছরের মতো এবার হোটেল রেস্টুরেন্টগুলোর নেই নানান পদের ইফতারির আয়োজন। তাই স্বাভাবিকভাবে অন্যান্য বছর যেভাবে বেশ কিছু আইটেম দিয়ে প্রথম রোজার ইফতারি করতাম তা এবার করতে পারছি না।’ জানা যায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবার চট্টগ্রাম অভিজাত থেকে শুরু করে সাধারণ হোটেল রেস্টুরেন্ট কোথাও নেই প্রথম রোজার ইফতারি তৈরির আবহ। ব্যবসায়ীদের মধ্যে নেই নতুন নতুন ইফতারির পসরা সাজানোর প্রতিযোগিতা। ব্যবসায়ীরা এবার শুধু ছোলা, পিয়াজু,  বেগুনি, আলুর চপ, হালিম, বোরহানি, জিলাপিসহ হাতে গোনা কয়েকটা আইটেমের ইফতারি বিক্রি করছেন। এসব হোটেল রেস্টুরেন্টে ইফতারি বিক্রি হলেও চাইলে হোটেলে বসে ইফতার করতে পারবেন না রোজাদাররা। শুধু পার্সেল ও হোম ডেলিভারির সুযোগ থাকছে এবার হোটেল রেস্টুরেন্টগুলোতে।

অন্যান্য রোজার মতো হোটেল রেস্টুরেন্টগুলোতে এবার চাইলেই ইফতার কিংবা সাহরি পার্টিরও সুযোগ থাকছে না।

ফুটপাথে নেই ইফতারি বিক্রির আমেজ। নেই সাধারণ মানুষের পাল্লা দিয়ে ইফতারি কেনার প্রতিযোগিতা। এরই মধ্যে  ফুটপাথের ইফতারি তৈরি ও বিক্রিতে নিষেধাজ্ঞাসহ রমজান মাস উপলক্ষে ছয় নির্দেশনা জারি করেছে সিএমপি। এ নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে ফুটপাথ বা যত্রতত্র ইফতারি তৈরি ও বিক্রয় করা যাবে না,  রেস্টুরেন্ট বা খাবার দোকানে বসে ইফতার করা যাবে না, সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার কিনে প্যাকেটে করে নিয়ে যেতে হবে, সন্ধ্যা ৬টার পর ইফতার বিক্রি করা যাবে না। রেস্টুরেন্ট, খাবার দোকান বা অন্য কোথাও সাহরি তৈরি, আয়োজন বা বিক্রি করা যাবে না, কোথাও  কোনো ইফতার পার্টির আয়োজন করা যাবে না এবং সিএমপির অনুমতি ছাড়া কোথাও ইফতার বিতরণ করা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর