রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামানের ইন্তেকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিবনগর ও বাংলাদেশ সরকারের প্রথম অর্থসচিব, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান (৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বিকালে ঢাকার গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। খন্দকার আসাদুজ্জামান বর্তমান জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অপরাজিতা হকের পিতা ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর শ্বশুর।  তিনি টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬, ২০০৮ এবং ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধু শিশু-কিশোর পরিষদের সাবেক সভাপতি ছিলেন। খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম প্রমুখ। শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামগুলোতে খন্দকার আসাদুজ্জামানের ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে জাতি একজন ত্যাগী আওয়ামী লীগ নেতাকে হারাল। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গতকাল রাতেই টাঙ্গাইলে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মুক্তিযুদ্ধের এই সংগঠকের লাশ দাফন করা হয় বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন তার জামাতা মোজাম্মেল হক বাবু।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর