রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সিলেটে করোনা চিকিৎসার জন্য যন্ত্রপাতি পাঠাল আলবার্ট ডেভিড

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে। তবে এ হাসপাতালে আইসিইউ চালানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব ছিল। বিষয়টি নিয়ে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী কথা বলেন ওষুধ কোম্পানি আলবার্ট ডেভিড (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান শাফি চৌধুরীর সঙ্গে। এরই পরিপ্রেক্ষিতে এ হাসপাতালের আইসিইউয়ের জন্য সাড়ে ২৮ লাখ টাকার যন্ত্রপাতি প্রদান করেছেন শাফি চৌধুরী। জানা গেছে, শুক্রবার ঢাকা থেকে যন্ত্রপাতিগুলো সিলেটে পাঠিয়েছেন শাফি চৌধুরী। গতকাল সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী যন্ত্রপাতিগুলো বুঝে নিয়েছেন। যন্ত্রপাতিগুলোর মধ্যে রয়েছে ১০ লাখ টাকা মূল্যের ৫০টি হেপা ফিল্টারস, ১৮ লাখ টাকা মূল্যের মটরসহ ৩টি এয়ার ভেন্ট ও ৫০ হাজার টাকা মূল্যের একটি এগজস্ট ফ্যান। আলবার্ট ডেভিড (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান শাফি চৌধুরী জানান, এসব যন্ত্রপাতি তিনি নিজের কোম্পানির জন্য আমদানি করেছিলেন। মহামারী করোনাভাইরাসের কারণে সিলেটের সিটি মেয়রের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি এগুলো বিনামূল্যে প্রদান করেছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, হেপা ফিল্টারস, এয়ার ভেন্ট এসব যন্ত্রপাতি আইসিউতে ব্যবহৃত হয়। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে জানান, সিলেটে করোনা চিকিৎসার জন্য আলবার্ট ডেভিড (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান শাফি চৌধুরীর কাছে তিনি হেপা ফিল্টারস ও এয়ার ভেন্টস সহ কিছু যন্ত্রপাতি চেয়েছিলেন। শাফি চৌধুরী তার অনুরোধ রেখেছেন। শনিবার (গতকাল) এসব যন্ত্রপাতিগুলো সিলেট এসে পৌঁছেছে। এ জন্য তিনি শাফি চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর