রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
রেলের তেল চুরি

গ্রেফতার চারজনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ডিপো থেকে সরকারি তেল চুরির ঘটনায় গ্রেফতার পশ্চিম রেলের উপসহকারী প্রকৌশলীসহ চারজনের রিমান্ডের আবেদন করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। গতকাল প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে আবেদনের শুনানি হয়নি। এই চার আসামি হলেন- রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আবদুল হাসান, যমুনা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ আমজাদ হোসেন, ট্যাংকার ট্রাকের হেলপার ইলিয়াস হোসেন এবং যমুনা অয়েলের কর্মচারী মুকুল আলী। এদের মধ্যে আবদুল হাসানকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। অন্য তিনজন বৃহস্পতিবার দুপুরে পাঁচ হাজার লিটার তেল চুরির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী আরএনবির পরিদর্শক আহসান হাবিব জানান, প্রথম তিন আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আর প্রকৌশলী আবদুল হাসানকে আদালতে তোলা হয় শনিবার দুপুরে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেক আসামিরই সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। তবে আদালতে আবেদনের শুনানি হয়নি, পরে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর