সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

খুলনায় কর্মহীন আদিবাসী মুন্ডারা দুর্ভোগে

সামছুজ্জামান শাহীন, খুলনা

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন খুলনার কয়রা উপজেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী মুন্ডা সম্প্রদায়ের পাঁচ শতাধিক মানুষ। দৈনিক আয়-রোজগার বন্ধ থাকায় ঘরে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সমাজের পিছিয়ে পড়া আদিবাসী এ মানুষগুলো। জানা যায়, খুলনার দক্ষিণে কয়রা উপজেলায় বহুবছর ধরে মুন্ডা মাহাতো সম্প্রদায়ের বসবাস। বংশ পরম্পরায় পরের জমিতে কাজ করা দিনমজুর (কামলা) পরিশ্রমী মানুষগুলো নানা কারণে সমাজের মূল ধারার বাইরে। সরেজমিন দেখা যায়, কয়রা উপজেলার মাঝের আইট, টেপাখালী, বেদকাশীর বতুলবাজার, পশুরতলা, নোনাদিঘির পাড়, হরিহরপুর গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ বাস করেন। মাটির তৈরি ভাঙা ঘর, শীর্ণ-অসহায় চেহারা- পুরো গ্রামই যেন জীবনসংগ্রামে পরাজয়ের প্রতিচ্ছবি। করোনা পরিস্থিতিতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এসব মানুষ। কাজ বন্ধ থাকায় উপার্জন নেই। ঘরে নেই খাবার। দিন যত গড়াচ্ছে, দুর্ভোগ বাড়ছে অসহায় মানুষগুলোর। দিনমজুর গীতা মুন্ডা জানান, ‘পরের জমিতে দিনমজুরি করি। খাটা-খাটনি করি। কিন্তু করোনায় বাইরে কাজ-কাম তো হচ্ছে না। তাই দুর্দিনে কষ্টে যাচ্ছে।’ এদিকে করোনায় দুর্ভোগে পড়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন। তালিকা করে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে উপজাতি পরিবারগুলোকে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বলে জানিয়েছে ভুক্তভোগীরা। খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বলেন, কয়েক শতাব্দী আগেও মুন্ডাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি ছিল। কিন্তু জমি-জিরাত হারিয়ে তারাই এখন অনুগ্রহের পাত্র। করোনার কারণে কষ্টে পড়া এসব মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে এ সম্প্রদায় যেন সরকারের খাদ্য সহায়তা থেকে বঞ্চিত না হয় সে জন্য জেলা প্রশাসন থেকে সহায়তা দেওয়া হচ্ছে।

এর আগেও ক্ষুদ্র নৃগোষ্ঠী মুন্ডা মাহাতো সম্প্রদায়কে বাঁচিয়ে রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীতে ধারাবাহিক উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর