সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পচা খেজুর খুঁজতে গিয়ে ছিনতাইকারী পাকড়াও

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক

পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুরের খোঁজে রাজধানীর বাদামতলীতে অভিযান চালাচ্ছিল এলিট ফোর্স র‌্যাব। তবে খেজুর ধরতে গিয়ে ধরল ছিনতাইকারী। উদ্ধার করল ছিনতাই হওয়া ১০ লাখ টাকা। পরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অপরাধে মো. শাকিল (২৬) ও মো. খোকনকে (২৮) ছয় মাস করে কারাদন্ড দেয় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের আদালত। তবে র‌্যাব সরে যায়নি খেজুরের অভিযান থেকে। ২ টন অর্থাৎ ২ হাজার কেজি পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করে। এই অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে রাফিয়া এন্টারপ্রাইজ ও মনির এন্টারপ্রাইজ নামের দুই প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। জানা গেছে, র‌্যাব-১০-এর সহায়তায় গতকাল সকাল থেকে বাদামতলীর ফলের আড়তে এ অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিকালে অভিযান শেষে এসব খেজুর জব্দ করা হয়। তবে অভিযান চলাকালেই বেলা ২টার দিকে পার্শ্ববর্তী ন্যাশনাল ব্যাংকের একটি ব্রাঞ্চে ১০ লাখ টাকা জমা দিতে আসেন জুয়েল ও রেজাউল নামের দুই ব্যক্তি। ব্যাংকে প্রবেশের আগেই দুই ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই সময়ই পাশে থাকা সাধারণ মানুষ ও র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে সারওয়ার আলমের আদালত ধৃত ব্যক্তিদের প্রত্যেককে ছয় মাসের কারাদ- দেয়। ভুক্তভোগী মোস্তফা হাওলাদার বলেন, ‘বাদামতলীতে আমার ফলের ব্যবসা। দুই স্টাফকে ১০ লাখ টাকা দিয়ে পাঠিয়েছিলাম ব্যাংকে। এর আগেই এ ঘটনা ঘটল। তবে র‌্যাবকে অশেষ ধন্যবাদ।’ ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘অভিযানে গিয়ে আমরা বিপুল পরিমাণ পচা খেজুর পাই। এ ছাড়া অসাধু ব্যবসায়ীরা কয়েক বছর আগের মেয়াদোত্তীর্ণ খেজুর পুনরায় প্যাকেটে ভরে বাজারজাত করছিল। এই অপরাধে রাজধানীর বাদামতলীর দুটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি পচা ও মেয়াদোত্তীর্ণ দুই টন খেজুর জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘অভিযান চলাকালে আমরা ১০ লাখ টাকা ছিনতাইয়ের খবর শুনতে পাই। এ সময় সাধারণ মানুষের সহায়তায় ছিনতাইকৃত টাকা উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়। পরে দুই ছিনতাইকারীকে ছয় মাস করে কারাদন্ড দেওয়া হয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর