শিরোনাম
সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতে ব্যাংকগুলোকে সহযোগিতার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সহযোগিতার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা প্রাদুর্ভাবের সময় চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন, পরিবহন ও সরবরাহ অব্যাহত রাখতে ব্যাংক ডকুমেন্ট দ্রুত ছাড় করতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত ডিলার ব্যাংকে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, করোনা প্রাদুর্ভাবজনিত প্রেক্ষাপটে আমদানি পণ্য দ্রুত খালাসের লক্ষ্যে অনুমোদিত ডিলার ব্যাংক ডকুমেন্ট ছাড়করণের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। আমদানি নীতি আদেশ পরিপালন সাপেক্ষে পণ্য আমদানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় অনুসৃত বিধি-বিধানের নিরিখে আমদানিকারককে প্রয়োজনীয় ব্যাংকিংসেবা দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর