সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ইউএসটিসিতে চাকরিচ্যুতির প্রতিবাদে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) পরিচালনাধীন বাংলাদেশ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ১৯ নার্সসহ ৩৪ জনকে চাকরিচ্যুতির প্রতিবাদে আন্দোলনে নেমেছে প্রতিষ্ঠানটির কর্মচারীরা। গতকাল সকালে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। চাকরিচ্যুত এক কর্মচারী জানান, নিজেদের অনিয়ম-দুর্নীতি ঢাকতে ইচ্ছাকৃত এ চাকরিচ্যুত করা হয়েছে। এ অবস্থায় আমাদের আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই। জানা গেছে, গত ৮ এপ্রিল ১৯ জন নার্স এবং ১৫ জন আয়া ও পরিচ্ছন্নতাকর্মীর নাম উল্লেখ করে নোটিস বোর্ডে বিজ্ঞপ্তি জারি করে প্রতিষ্ঠানটি। এমনকি তাদের বেতনও আটকে দেয় কর্তৃপক্ষ। যদিও পরে বেতন পরিশোধ করে। ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মানিক মিয়া বলেন, ৩৪ জনকে চাকরিচ্যুত এবং ১৭ জনকে নিয়ম বহির্ভূতভাবে বদলির প্রতিবাদে আমরা আন্দোলনের ডাক দিয়েছি।

 দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। গতকাল থেকে আমরা আন্দোলন করছি কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষের কেউ একবারও আসেনি। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা দেখিয়ে ১৯ নার্সকে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু  ১৫ জন আয়া এবং পরিচ্ছন্নতা কর্মীকে কেন চাকরিচ্যুত করা হলো তার কোনো জবাব নেই কর্তৃপক্ষের কাছে। এতেই বোঝা যায় কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে তাদের চাকরিচ্যুত করছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর