মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় প্রাণ বাঁচল পথচারীর

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। গতকাল দুপুরে নগরীর বাকলিয়া কালামিয়া বাজার এলাকায় অভিযান চলাকালে মোহাম্মদ আজম (৫৫) নামে একজন পথচারী রাস্তা পারাপারের সময় বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত ব্যক্তিকে উদ্ধার করে তার গাড়িতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করিয়ে দেন। আহত পথচারী বাকলিয়া এলাকার কালামিয়া বাজারের বাদশাহ মিয়াবাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের নিরাপত্তাপ্রহরী। চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পথচারীকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া বলেন, আহত ব্যক্তির শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। তিনি বর্তমানে চমেক  হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর শয্যায় চিকিৎসাধীন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর