মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী নগরীতে খাদ্যপণ্যের প্যাকেটে মূল্য লেখা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির অভিযোগে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে। সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে এই জরিমানা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, নগরীর সাহেববাজার, রেলগেট বাজার ও উপশহর বাজারে অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালীন সবজির দোকান, সুপার শপ, ফলের দোকান, মসলার আড়ত মনিটরিং করা হয়। নগরীর সাহেববাজারের সুপার শপ বিগ বাজারকে মেয়াদোত্তীর্ণ নুডলস ও সস বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা এবং একতা এন্টারপ্রাইজকে প্যাকেটজাত খেজুরে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর