বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
করোনা তেলেসমাতি

যশোরে পজিটিভ খুলনায় নেগেটিভ

সামছুজ্জামান শাহীন, খুলনা

করোনা আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষা নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে করোনা পরীক্ষায় পজিটিভ হলেও একই ব্যক্তির দ্বিতীয় দফা নমুনা সংগ্রহের পর খুলনা ল্যাবে পরীক্ষায় তা নেগেটিভ পাওয়া গেছে। ফলে পুনঃপরীক্ষার জন্য সংগ্রহ করা নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য জনিয়েছেন।  এর আগে গতকাল খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেনের সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, ‘নিয়ম হলো-একটা রোগী যখন পজিটিভ হবে ওই ‘সেম স্যাম্পল’ আইইডিসিআরে পাঠাতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর