বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ঝুঁকি নিয়ে ঘরের বাইরে নিম্নআয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর খাসবাগ এলাকায় রিকশাচালক তৈয়ব করোনা পরিস্থিতিতে পেটের দায়ে ঝুঁকি নিয়ে রাস্তায় বের হয়েছেন। তৈয়ব বলেন, ‘হামার করার কিছু নাই। একবেলা ইসক্যা না চালাইলে খামো কী। গরিবের ঘরে খাবার ব্যবস্থা করি ইসক্যা চালা বন্ধ করি দাও। একনা ৫ কেজি চালের ব্যাগ পাইছিনু। এক বেলায় খায়া শেষ। এলা খাওয়া নাই তাই রাস্তাত বেরাইছু।’ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের মতো রংপুরেও সরকারি-বেসরকারি অফিস, আদালত, প্রতিষ্ঠানসহ শপিংমল ও গণপরিবহন বন্ধ রয়েছে। মহামারীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেওয়া হয়েছে সাধারণ ছুটি। শহর, বন্দর, গ্রামে জনসমাগম এড়িয়ে ঘরে থাকতে উৎসাহিত করা হচ্ছে। এই পরিস্থিতিতেও জীবনের ঝুঁকি নিয়ে ঘরের বাইরে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। যাদের রিকশা, ভ্যানের চাকা না ঘুরলে চুলোয় ভাতের হাঁড়ি উঠবে না তারাই পরিবার আর আয় নিয়ে চিন্তিত করোনার প্রাদুর্ভাবে। রংপুর মহানগরীর শালবন, মিস্ত্রিপাড়া, ফায়ার সার্ভিস রোড, জুম্মাপাড়া, মুন্সিপাড়া, গুপ্তপাড়া, কামাল কাছনা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। রিকশা, ভ্যান ও অটোচালকরা সামান্য আয়ের আশায় রাস্তায় বের হয়েছেন। দিনমজুর ও শ্রমিকরা আছেন বাইরে। তবে উপস্থিতির দিক থেকে সমাগম কম। নিম্ন আয়ের এসব মানুষ করোনার ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে শহরের প্রধান সড়ক ও মোড় এড়িয়ে  অলিগলিও ছুটছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর