বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা যোদ্ধাদের রাষ্ট্রীয় খেতাব দিতে সরকার বিবেচনা করতে পারে

----- ক্যাপ্টেন (অব.) তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

করোনা যোদ্ধাদের রাষ্ট্রীয় খেতাব দিতে সরকার বিবেচনা করতে পারে

করোনাভাইরাস যুদ্ধে সামনের সারিতে থেকে যেসব ব্যক্তিবিশেষ আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন তাদের রাষ্ট্রীয় বিশেষ সম্মাননা বা খেতাব দিতে সরকার চিন্তা করতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। গতকাল দুপুরে  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে আমানত শাহ গ্রুপের অর্থায়নে ১৩টি ইউনিয়নের ৫ হাজার ৬শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এমন মন্তব্য করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আজ সারা বিশ্ব প্রায় বিচ্ছিন্ন। এ সমস্যা সমাধানের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশের মানুষ আজ লড়ছে। বিশেষ করে চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য, বিভিন্ন পেশাজীবীরা সামনে থেকে কাজ করছেন। তাহলে তারা আরও উদ্যমী ও সাহসিকতার সঙ্গে কাজ করবে এবং কাজের অনুপ্রেরণা পাবে। এ সময় জেলা আওয়ামী লীগ সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উদ্দিন সরোয়ার, উপজেলা আওয়ামী লীগ নেতা সায়েদুল ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর