বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে করোনা পরিস্থিতির অবনতি

নতুন শনাক্ত ১১ জনই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। একদিনে ১১ জন বেড়ে করোনায় আক্রান্ত রোগী দাঁড়িয়েছে ৫২ জনে। নতুন শনাক্ত ১১ জনই জয়পুরহাট জেলার। ফলে রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতি অবনতির দিকেই আছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টা পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে সাত জেলায়। এর মধ্যে রাজশাহী জেলায় নয়জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুজন, নওগাঁ জেলায় একজন, জয়পুরহাটে ১৯ জন, বগুড়া জেলায় ১৭ জন, সিরাজগঞ্জে দুজন ও পাবনায় দুুজন। তবে নাটোরে এখন পর্যন্ত করোনা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। রাজশাহী বিভাগে দুটি ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে। এর একটি হলো রাজশাহী মেডিকেল কলেজ। অপরটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। এ দুই ল্যাবে প্রতিদিন ৯৪ জন করে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। স্বাস্থ্য দফতরের সূত্র মতে, করোনাভাইরাসে আক্রান্ত ৫২ জনের মধ্যে রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর