বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণ দিল সেনাবাহিনী

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণ দিল সেনাবাহিনী

রাঙামাটির দুর্গম এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাসদস্যদের রেশনের কিছু অংশ বাঁচিয়ে দুর্গম এলাকায় দুস্থ ও গরিবদের মাঝে বিতরণ করা হয় -দিদারুল আলম

পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে রাঙামাটি সেনা সদর জোন ২০ বীর। গতকাল রাঙামাটি সদর জোনের কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সেনাসদস্যরা দুর্গম পাহাড়ি অঞ্চলের নিম্নআয়ের মানুষগুলোর ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। দীর্ঘদিন ধরে লকডাউনে থাকা মানুষের জন্য ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছিল সেনাবাহিনী। মানুষ যাতে ঘরে অবস্থানকালে ক্ষুধার্ত না থাকে সেজন্য সেনাসদস্যরা তাদের রেশন থেকে রাঙামাটির উলুছড়ি, শিমুলতলী, পাবলিক হেলথ, ডুবাছড়া গ্রামের ৩ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন। উঁচু পাহাড় ও দুর্গম অঞ্চলে পায়ে হেঁটে কাঁধে বয়ে দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঘরে ঘরে এ ত্রাণসামগ্রী পৌঁছে দেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর