বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ক্যাম্পাসের গাছ কেটে সমালোচনায় রাবি

রাবি প্রতিনিধি

ক্যাম্পাসের গাছ কেটে সমালোচনায় রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটক হয়ে ক্যাম্পাসে ঢুকতেই নজরে পড়ে সারি সারি পাম গাছ। প্রায় অর্ধ শতাব্দী পুরনো গাছগুলো সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন কেটে ফেলেছে। সেই কাটা পাম গাছের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গাছ কাটা  নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। এ নিয়ে  সমালোচনায় পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রশাসনের দাবি, পাম গাছগুলোতে ‘ছত্রাক’ ছড়িয়ে পড়েছিল। গাছের পাতাগুলো শুকিয়ে ঝড়ে যাচ্ছিল। অনেক গাছ মারাও গেছে। তাই কৃষি প্রকল্পের নিয়ম মেনে গাছগুলো কাটা হয়েছে। এ জায়গায় নতুন গাছ লাগানো হবে। এ নিয়ে কৃষি প্রকল্পের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, গাছগুলো অনেক আগেই মারা গেছে। প্রায় সব গাছেই ছত্রাক ছড়িয়ে পড়েছিল। শুধু পাম গাছ নয়, আশপাশের অন্য গাছগুলোতেও ছত্রাকটি ছড়িয়ে পড়ে। এখানে পুনরায় বোটল পাম গাছ লাগানো হবে।

 তিনি আরও বলেন, যারা গাছগুলো দেখে অভ্যস্থ, ভালো লাগার জায়গা থেকে তাদের খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু কেন গাছগুলো কাটা হয়েছে, তা জেনে সমালোচনা করা উচিত। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গবেষক ড. মনজুর হোসেন বলেন, গাছের ছত্রাক থেকে কখনই মানুষের শরীরে রোগ-ব্যাধি ছড়ায় না। গাছগুলো এত দিন সৌন্দর্য ছড়ালো, সেগুলোর পরিচর্যা করা যেত। গাছের গোঁড়া খুঁড়ে সার-পানি দিলে নতুন করে সবুজ হয়ে উঠতে পারত। এদিকে শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধের সুযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন গাছগুলোকে কেটে ফেলেন। দীর্ঘদিনের অপরিচর্যায় কয়েকটি গাছ মারা গেছে। এভাবে সারি সারি গাছ কেটে ফেলার কোনো যৌক্তিকতা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর