বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও ব্যাংক লেনদেন এখনো সীমিত

নিজস্ব প্রতিবেদক

লকডাউন শিথিল করে রাজধানীসহ সারা দেশে ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, গার্মেন্টসহ বিভিন্ন কলকারখানা, দোকানপাট। তবে এখনো সীমিত রাখা হয়েছে ব্যাংক লেনদেন। সপ্তাহে দুই দিন ব্যাংকের শাখাগুলো খোলা রাখায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। সারা দেশে ব্যাংকের সব শাখায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খোলা রাখার কথা বলা হলেও বাস্তবে বেশির ভাগ শাখাই বন্ধ। এ ছাড়া যেসব শাখা খোলা হচ্ছে, এর অধিকাংশ সপ্তাহে দুই দিন লেনদেন করছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ উপেক্ষা করে ব্যাংকগুলো সীমিত পরিসরে লেনদেনে সব সেবা দিচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তারা। জানা গেছে, করোনাভাইরাসের প্রকোপকালে বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের সুবিধামতো প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়ে শাখা খোলা রাখতে পারবে। তবে লেনদেনের সময়সূচি নির্ধারণ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে যা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। মার্চ মাসে সীমিত ব্যাংকিংয়ের এ নির্দেশ একাধিকবার কেন্দ্রীয় ব্যাংক পরিবর্তন করেছে। এদিকে গতকাল থেকে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট খুলে দেওয়া হয়েছে। রাজধানীতে হোটেল, খাবারের দোকানগুলো খুলে দেওয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই সতর্কতা নিয়ে সীমিত পরিসরে চলছে রপ্তানিমুখী শিল্প-কারখানা, অফিস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর