বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নতুন দরিদ্র হবে সাড়ে তিন কোটি মানুষ

সানেমের গবেষণা

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের কারণে দেশে সাড়ে ৩ কোটি লোক নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। মধ্যবিত্ত ও স্বল্প আয়ের পরিবারগুলোর আয় কমে যাবে প্রায় ২৫ শতাংশ। করোনাভাইরাসজনিত অর্থনৈতিক সংকটে বাংলাদেশের দারিদ্র্যের ওপর প্রভাব নিয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর এক গবেষণায় এ ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, কভিড-১৯ এর কারণে বাংলাদেশ একটি বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে আছে। বৈশ্বিক প্রেক্ষাপটেও এই সংকট গভীরতর হচ্ছে। সেখানে একটি প্রশ্ন আসে যে, এই সংকট আমাদের দারিদ্র্যের ওপর কী ধরনের প্রভাব ফেলছে।

এ অবস্থায় সানেমের পক্ষ থেকে আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ গৃহস্থালি আয় ও ব্যায়জরিপ’ এর ডাটা ব্যবহার করে এক ধরনের একটি প্রাক্কলন করেছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর