বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চিকিৎসাসেবার মান ও টেস্টের হার বাড়ানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে সংক্রমিত রোগীর চিকিৎসাসেবায় ব্যবহৃত হাসপাতাল ও সেখানে কর্মরত চিকিৎসক, নার্সদের সেবার মান বাড়ানো এবং কভিড-১৯ ভাইরাস শনাক্তে আরও বেশি রোগী পরীক্ষাসহ আট দফা সুপারিশ করেছে বাংলাদেশে করোনাভাইরোসের কমিউনিটি ট্রান্সমিশনের প্রেক্ষিতে উ™ভূত চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি। গতকাল কমিটির সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সুপারিশ করা হয়। উল্লেখযোগ্য সুপারিশগুলো হচ্ছেÑ স্বয়ংসম্পূর্ণ ও প্রতিষ্ঠিত হাসপাতালগুলোকে কভিড-১৯ এর রোগীদের চিকিৎসার জন্য নির্বাচন করা; মেইকশিফট হাসপাতালগুলো মৃদু থেকে মাঝারিভাবে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাখা; কভিড-১৯  এ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যে হাসপাতালগুলো নিয়োজিত আছে, সেখানে বিভিন্ন বিষয়ের যথেষ্ট জ্যেষ্ঠ ও কনিষ্ঠ চিকিৎসকদের দায়িত্ব দেওয়া। স্বাস্থ্যসেবার জন্য নিয়োজিত ওয়ার্ডবয় ও পরিচ্ছন্নতাকর্মীদের সংখ্যা বাড়িয়ে সেবার মান উন্নত করা; স্বাস্থ্য সেবাকর্মী, চিকিৎসক ও নার্সদের জন্য প্রয়োজনীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত মানসম্মত সুরক্ষাসামগ্রী যথেষ্ট সংখ্যায় সরবরাহ করা, বিশেষত যারা মুমূর্ষু রোগীর চিকিৎসায় নিয়োজিত ও সংক্রমিত হওয়ার বেশি ঝুঁকিতে থাকেন তাদের জন্য রেসপিরেটর মাস্ক সরবরাহ নিশ্চিত করা; সুরক্ষাসামগ্রী যাতে মানসম্পন্ন হয় তা নিশ্চিত করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি করা এবং কভিড শনাক্তের জন্য টেস্ট আরও বেশি সংখ্যায় ও বেশি স্থানে করা দরকার যাতে টেস্টের ফলাফল আরও দ্রুত জানা যায়।

এ ছাড়া কমিটি ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ায় ক্লিনিক্যাল ট্রায়াল ও সফল ভ্যাকসিন তৈরি হওয়ার পর বাংলাদেশের জনগণ যাতে এ ভ্যাকসিন পায় সে জন্য আন্তর্জাতিক পর্যায়ে এখন থেকেই সচেষ্ট থাকার সুপারিশ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর