শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

করোনার সঙ্গে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

ঝুঁকিপূর্ণ দুই ওয়ার্ড নিয়ে চিন্তিত সিসিক

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

করোনার সঙ্গে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

সিলেটে করোনাভাইরাসের মধ্যে আতঙ্ক ছড়াতে শুরু করেছে ডেঙ্গু। সিলেট নগরীতে মিলেছে এডিস মশার লার্ভা। এরপর থেকে করোনার সঙ্গে নগরবাসীর মধ্যে নতুন আতঙ্ক হিসেবে যুক্ত হয়েছে ডেঙ্গু। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনও প্রস্তুতি নিতে শুরু করেছে। সিলেট নগরীর দুটি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে করোনা পরিস্থিতির কারণে এবার ডেঙ্গু প্রতিরোধে বেশ বেগ পেতে হবে বলে মনে করছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তারা। সিসিক সূত্র জানায়, গত ২৬ এপ্রিল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে এডিস মশার লার্ভার সন্ধান পান সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মীরা। কিনব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে রেলওয়ে স্টেশনগামী সড়কের পাশে একটি স্যানিটারি সামগ্রীর দোকানের সামনে রাখা কমোডের ভিতরে লার্ভার সন্ধান পান তারা। এরপর ডেঙ্গুর বিস্তার নিয়ে আতঙ্ক ছড়ায় স্থানীয় লোকজনের মধ্যে।  গত বছরও পাশর্^বর্তী ২৫ নম্বর ওয়ার্ডে পুরনো টায়ারের দোকানের সামনে রাখা টায়ারের মধ্যে প্রথম ডেঙ্গু মশার অস্তিত্ব পেয়েছিল সিটি করপোরেশন। এই দুটি ওয়ার্ডে প্রচুরসংখ্যক টায়ার ও স্যানিটারি সামগ্রীর দোকান থাকায় ওয়ার্ড দুটিকে বেশি ঝুঁকিপূর্ণ ধরে বিশেষ প্রস্তুতি নিতে শুরু করেছে সিটি করপোরেশন। সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখা সূত্র জানায়, ইতিমধ্যে ২৪, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে এডিস মশার অস্তিত্ব খোঁজার কাজ শেষ হয়েছে। এর মধ্যে শুধু ২৬ নম্বর ওয়ার্ডের একটি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। আগামী সপ্তাহে নগরীর বাকি ২৩টি ওয়ার্ডে লার্ভার খোঁজে অভিযানে নামবেন করপোরেশনের স্বাস্থ্য শাখার কর্মীরা।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, গত ২২ ফেব্রুয়ারি থেকে সিলেটে মশক নিধন অভিযান শুরু হয়েছিল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে কিছুদিন ওষুধ ছিটানো বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে এই কার্যক্রম। ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি ওয়ার্ডগুলোতে ইতিমধ্যে মশার ওষুধ ছিটানো শেষ হয়েছে। শনিবার  থেকে এ দুটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর