শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের ২২ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া উপজেলার তালিকাভুক্ত তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের ২২ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার উপহার পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা এসব উপহার হস্তান্তর করেন। প্রথম দফায় প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল ও ৫০০ গ্রাম চিঁড়া দেওয়া হয়।  করোনাভাইরাসের প্রকোপ দেখা যাওয়ার পর থেকে মানুষ নানাভাবে অসহায় অবস্থায় পড়েন।

 এর প্রেক্ষিতে সরকারিভাবে নিম্ন আয়ের গরিব-অসহায় ও খেটে খাওয়াসহ  নানা শ্রেণির মানুষকে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, ‘পটিয়া উপজেলার সমাজসেবা কার্যালয়ের তালিকাভুক্ত যাদের পাওয়া গেছে তাদের প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। তবে আরও যারা আসবেন তাদেরও মানবিক সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে, কেউ অভুক্ত থাকবেন না।’ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর