শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

সাড়ে ৩ কোটি মানুষকে সহায়তা দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংকটের মধ্যে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারা দেশে সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেওয়া মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চাল বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ১৪ হাজার ৬৭ মেট্রিক টন। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৮৮ হাজার ৫৮৩ মেট্রিক টন।

বিতরণকৃত চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৭৮ লাখ ৩৭ হাজার ৭৩৫টি এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৭২ জন।

এই সময়ে সরকার ৫৯ কোটি ৬৫ লাখ নগদ টাকা বরাদ্দ দিয়েছে। যার মধ্যে নগদ সাহায্য হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৮ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৪৪ লাখ ৭৮ হাজারটি এবং উপকারভোগী লোক সংখ্যা দুই কোটি ২৮ লাখ ৮০ হাজার জন।

এ ছাড়া শিশু খাদ্য সহায়ক হিসেবে ১০ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে ৭ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা আড়াই লাখ এবং উপকারভোগী লোক সংখ্যা পাঁচ লাখ পাঁচ হাজার ২২৮ জন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে। আগামী ৫ মে পর্যন্ত এই ছুটি চলবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর