রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

করোনায় নিঃসঙ্গ সড়কে বাহারি ফুল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

করোনায় নিঃসঙ্গ সড়কে বাহারি ফুল

রংপুরে করোনা আতঙ্কে মানুষ যখন ঘর থেকে বের হচ্ছেন না সেই সময় নিঃসঙ্গ সড়কের আইল্যান্ডে শোভা বর্ধন করছে বাহারি ফুল। প্রায় শূন্য পথে যে কজন পথিক রয়েছেন তারা ক্ষণিকের জন্য হলেও এসব ফুলের শোভা ও ঘাণ নিচ্ছেন। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একনজর চোখ বুলাচ্ছেন এসব ফুলের সৌন্দর্যে। রংপুর সিটি করপোরেশনের মেডিকেল মোড় থেকে নগরীর মডার্ন মোড় হয়ে পুনরায় মেডিকেল মোড পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার প্রধান সড়ক রয়েছে। সড়কের মাঝখানে রয়েছে আইল্যান্ড। এসব আইল্যান্ডে সিটি করপোরেশনের উদ্যোগে লাগানো হয়েছে ফুলসহ বিভিন্ন প্রকার গাছ, যা রাস্তায় চলাচলকারী সবারই দৃষ্টি কাড়ছে।

রংপুর সিটি মেয়রের সহকারী একান্ত সচিব জাহিদ হোসেন লুসিড ফুল প্রসঙ্গে বলেন, শহরের মধ্যে প্রধান সড়কের আইল্যান্ডগুলোতে ফুলগাছ লাগানোর ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে নগরীর সৌন্দর্য আরও বাড়বে।

সর্বশেষ খবর