রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা
করোনার কালো প্রভাব

পরিবহন শ্রমিকদের হাহাকার

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

পরিবহন শ্রমিকদের হাহাকার

করোনা পরিস্থিতির কারণে সারা দেশে গণপরিবহন বন্ধ রয়েছে। সারা দেশের মতো চট্টগ্রামেও বিভিন্ন সড়কের গণপরিবহনে চাকরি করতেন শত শত চালক-হেলপার। গাড়ি চলাচল বন্ধ থাকায় তারা আজ চাকরিবিহীন হয়ে অভাব-অনটনে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। চলতি রমজান মাসে পরিবারের জন্য ইফতার সামগ্রী বা প্রতিদিনের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন এসব খেটে খাওয়া মানুষ। চট্টগ্রাম নগরীর বিবিরহাটের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় ছোট টিন শেটের একটি ঘরে দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ পরিবার নিয়ে বসবাস করছেন মালেক নামের একজন বাসচালক। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গাড়ি চলাচল বন্ধ হওয়ায় অনেক কষ্টে পরিবার নিয়ে জীবনযাপন করছি। নতুন করে কিছু করব, সেটাও পাচ্ছি না। আমার স্ত্রী বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করত, সেখানেও যাচ্ছে না। কারণ অনেকেই করোনার কারণে ঘরের কাজে, কাজের লোক রাখছেন না। ছেলে-মেয়ে বড় হয়েছে। তাদেরও খাবার দরকার। একই কথা বললেন চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চলাচলরত বাসের ২৪ বছরের হেলপার মামুন। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রæপের সভাপতি মনজুর আলম মনজু বলেন, বর্তমান পরিস্থিতিতে মালিকরা নিজ নিজ অবস্থান থেকে শ্রমিকদের সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন এবং ব্যক্তিগতভাবেও সহযোগিতায় অব্যাহত রয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের একটি মৃত্যু ফান্ড রয়েছে। এ ফান্ডে মালিকদেরও সহযোগিতা রয়েছে। এ ফান্ড থেকে শ্রমিকদের মাঝে অর্থ বিতরণ করলে শ্রমিকদের পরিবারের কিছুটা হলেও কষ্ট কমে আসবে। এ ছাড়াও অবস্থাসম্পন্নদের মানবিক দৃষ্টি নিয়ে এগিয়ে আসা উচিত।

সর্বশেষ খবর