রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে মিনা বাজার ও স্বপ্ন শপকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরা থানার বনশ্রীতে অবস্থিত মিনা বাজার ও স্বপ্ন সুপার শপকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বিভিন্ন অনিয়মের অভিযোগে এই দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করে ডিএনসিআরপির সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল জানান, পিয়াজ ও আদায় ওজনে কম দেওয়ার অপরাধে মিনা বাজারকে এবং ইলিশ মাছ বিক্রির সময় ওজনে কম দেওয়া ও পচা শাক-সবজি বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে স্বপ্ন সুপার শপকে জরিমানা করা হয়। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পাউরুটি, কেক বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে শুভেচ্ছা জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা ও পেমেন্টলেস সার্ভিসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের প্রতিনিধি সহায়তা করেন।

সর্বশেষ খবর