রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

বরিশালে আইনজীবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে টিসিবি’র পণ্য বিক্রিতে বাধা এবং ট্যাগ অফিসারকে লাঞ্ছিত করায় এক আইনজীবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা গতকাল বিকালে এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ড ঘোষণার পরপরই তাকে কারাগারে প্রেরণ করা হয়। দন্ডপ্রাপ্তের নাম রবিউল ইসলাম রিপন। তিনি নগরীর ডেফুলিয়া এলাকার বাসিন্দা এবং জেলা আইনজীবী সমিতির একজন সদস্য। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা জানান, টিসিবি’র এক ডিলার ট্রাকে করে নগরীর নবগ্রাম রোডের ডেফুলিয়া এলাকায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছিল। এ সময় রবিউল ইসলাম রিপন নামে এক ব্যক্তি সেখানে গিয়ে টিসিবি’র বিরুদ্ধে অকারণে নানা অভিযোগ করে। বিষয়টি উপস্থিত ট্যাগ অফিসার এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী সুবোধ মজুমদার মুঠোফোনে টিসিবি কর্মকর্তাকে জানাচ্ছিলেন।

এ সময় তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছিত করেন অভিযুক্ত রিপন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে অভিযুক্ত রিপনকে আটক করে। পরে সরকারি কাজে বাঁধাদান এবং সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে রবিউল ইসলাম রিপনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ খবর