সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

নরসিংদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিয়ে পুলিশের বক্তব্য

প্রতিদিন ডেস্ক

নরসিংদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলার ঘটনায় গতকাল নরসিংদী পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। ‘নরসিংদীর ঘোড়াশালে চুরির অপরাধে যুবককে পুলিশ কর্তৃক পিটিয়ে হত্যা’র সংবাদের বিপরীতে ‘প্রকৃত সত্য ঘটনা’ উল্লেখ করে এই বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি নরসিংদীর একটি অনলাইন নিউজ পোর্টাল দৈনিক গ্রামীণ দর্পণের ফেসবুক পেইজে ‘ঘোড়াশালে চুরির অপরাধে যুবক পিটিয়ে হত্যা পুলিশের’ শিরোনামে এবং নরসিংদী প্রতিদিন নামক একটি  ফেসবুক আইডি থেকে ‘ঘোড়াশাল ফাঁড়িতে নেওয়ার পর মৃত্যু, অভিযোগ পিটিয়ে হত্যা করেছে পুলিশ’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়- যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই  শেয়ার করেছেন এবং পড়েছেন। এ বিষয়ে সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, মূল ঘটনার সঙ্গে উক্ত দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদের কোনো প্রকারের মিল খুঁজে পাওয়া যায়নি। এমনকি উক্ত দুটি পত্রিকার কোনো স্টাফ রিপোর্টার বা প্রতিবেদকের সঙ্গে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলমের কোনো ধরনের কথা হয়নি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ সৃজন, সম্পাদন, প্রকাশ ও প্রচারের অপরাধে পুলিশ পরিদর্শক মো. জহিরুল আলম, ইনচার্জ ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি বাদী হয়ে দৈনিক গ্রামীণ দর্পণের বার্তা সম্পাদক ও স্টাফ রিপোর্টারসহ নরসিংদী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদককে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর অধীনে পলাশ থানায় একটি মামলা করেন। এরই মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের  গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর