সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

রংপুর বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স আজ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে ধারাবাহিক জেলা পর্যায়ে ভিডিও কনফারেন্সের অংশ হিসেবে আজ রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১ টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে এ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আর জেলা পর্যায় থেকে স্ব স্ব জেলার কর্মকর্তা ও দায়িত্বশীল পদধারী ব্যক্তিরা এতে যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা মোকাবিলায় সার্বিক দিকনির্দেশনা দেবেন। করোনার কারণে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বণ্টন ও তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি কর্মকর্তাদের পাশাপাশি দলের  নেতা-কর্মীদেরও নির্দেশ দেবেন তিনি। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশব্যাপী ধারাবাহিকভাবে এ ভিডিও কনফারেন্স করে আসছেন।

গত এপ্রিল থেকে তিনি এ অনুষ্ঠান শুরু করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর