শিরোনাম
সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

আইসিডিডিআরবির জরুরি সেবায় সহায়তা করছে ইউনিলিভার

করোনাভাইরাস মোকাবিলায় আইসিডিডিআর,বি- এর চলমান জরুরি সেবা কার্যক্রমকে আরও জোরদার করতে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা স্মারক  স্বাক্ষর করেছে ইউনিলিভার বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, ক্লিনিক্যাল ল্যাবরেটরি সার্ভিসে ব্যবহারের জন্য ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী বা পিপিই ক্রয় এবং করোনা আক্রান্ত রোগীদের জন্য একটি অস্থায়ী সেবাকেন্দ্র নির্মাণের লক্ষ্যে আইসিডিডিআর,বি-কে ৫২ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪৪ লাখ টাকা দেবে ইউনিলিভার বাংলাদেশ। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত বিভিন্ন পণ্য, মেডিকেল ও ল্যাবের সরঞ্জাম এবং করোনা শনাক্তের টেস্টিং কিটও দেবে ইউনিলিভার।        

বাংলাদেশে করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় ইতিমধ্যেই প্রায় ২০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে ইউনিলিভার বাংলাদেশ। বিজ্ঞপ্তি।    

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর