সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসছে আজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আজ পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসবে ১৯ নম্বর ও ২০ নম্বর পিলারের ওপর। এতে দৃশ্যমান হবে ৪ হাজার ৩৫০ মিটার পদ্মা সেতু। রোদ, বৃষ্টি, ঝড় আর করোনাতঙ্ক উপেক্ষা করে দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। ঝড়বৃষ্টি মাথায় নিয়েই শনিবার দুপুরে মাওয়ার কুমারভোগ এলাকার কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২৯তম স্প্যানটি সেতুর মাওয়া অংশে ১৯ নম্বর ও ২০ নম্বর পিলারের কাছে নিয়ে রাখা হয়েছে। এই পিলার দুটির অবস্থান মাঝ পদ্মায়। এ স্প্যানটি পিলারে বসলে পদ্মা সেতু দৃশ্যমান হবে প্রায় ৪ হাজার ৩৫০ মিটার। কংক্রিট আর স্টিলের গাঁথুনিতে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম এই নান্দনিক পদ্মা সেতু। এরই মধ্যে দ্রুতগতিতে শুরু হয়েছে স্টিলের তৈরি স্প্যানের উপর কংক্রিটিংয়ের কাজ। সরেজমিন প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে, সবকটি পিলারের কাজ শেষ।

পিলারের উপর যেসব স্প্যান বসানো হয়েছে সেখানে কংক্রিটিং শুরু হয়েছে। এতে সেতুর বাস্তব রূপ দেখা যাচ্ছে। পিলারের ওপর স্প্যান,  আর স্প্যানের ওপরের কংক্রিটের ওপর দিয়েই যানবাহন চলাচল করবে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ইঞ্জিনিয়ারিং পিপিই ব্যবহার করে কর্মরতরা দিন-রাত কাজ করছেন। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠির অধীর আগ্রহের অবসান ঘটিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর