সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউনের এক মাসে ২০১ সড়ক দুর্ঘটনা ২১১ নিহত

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

সাধারণ ছুটি বা লকডাউন কোনো কিছুই থামাতে পারছে না সড়ক দুর্ঘটনা। গত ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হলেও লকডাউনের ১ মাসে ২০১টি সড়ক দুর্ঘটনায় ২১১ জন নিহত ও ২২৭ জন আহত হয়েছেন। একই সময় নৌ-পথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ২ জন আহত এবং ২ জন নিখোঁজ রয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে গতকাল সংগঠনটি এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুসারে, এ মাসে সড়কে দুর্ঘটনায় ৬৯ জন পথচারী, ৬৭ জন চালক, ৩২ জন পরিবহন শ্রমিক, ১৩ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৪৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ২৭ জন নারী, ২১ শিশু, ১ জন সাংবাদিক এবং ১ জন রাজনৈতিক দলের নেতা-কর্মীর পরিচয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এর মধ্যে নিহত হয়েছেন ৫০ জন চালক, ৬৪ জন পথচারী, ২২ জন নারী, ১২ জন ছাত্রছাত্রী, ২০ জন পরিবহন শ্রমিক, ১৮ শিশু, ১ জন রাজনৈতিক দলের কর্মী, ২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৩ জন শিক্ষক ও ১ জন সাংবাদিক।পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ৯৭টি দুর্ঘটনা ট্রাক ও কাভার্ড ভ্যান, ৬৩টি দুর্ঘটনা মোটরসাইকেল, ২৯টি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ২৮টি নসিমন ও করিমন, ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ১৭টি প্রাইভেটকার ও ১টি বাস এসব দুর্ঘটনায় জড়িত ছিল। এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ২৩ এপ্রিল। এদিনে ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ৫ জন আহত হন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ৯ এপ্রিল। সেদিন ১টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর