সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

অধ্যাপক মুনতাসীর মামুন করোনাভাইরাসে আক্রান্ত

প্রতিদিন ডেস্ক

অধ্যাপক মুনতাসীর মামুন করোনাভাইরাসে আক্রান্ত

অধ্যাপক মুনতাসীর মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ৬৯ বছর বয়সী মুনতাসীর মামুনকে গতকাল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই হাসপাতালের কভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পারসন ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন। খবর বিডিনিউজ। ডা. মাহবুবুর রহমান বলেন, মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা ভালো না। আমরা আইসিইউ কল করেছি। সিট পাওয়া গেলে তাকে রাতেই আইসিইউতে শিফট করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধের ওপর অনেক গবেষণাধর্মী কাজ রয়েছে। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে সম্পৃক্ত এই অধ্যাপক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছেন। সাম্প্রদায়িকতা-মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার অধ্যাপক মুনতীর মামুন সক্রিয় রয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিতেও।

বর্তমানে কমিটিতে সহ-সভাপতির পদে আছেন তিনি।

একাত্তরের গণহত্যা নিয়ে গবেষণা করেছেন অধ্যাপক মুনতাসীর মামুন। তার প্রচেষ্টায় ২০১৪ সালের ১৭ মে খুলনায় প্রতিষ্ঠা পায় গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। একাত্তরের ২৫ শে মার্চের কালোরাত্রির গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য লড়ছেন তিনি। স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত ডাকসুর প্রথম নির্বাচনে সদস্য পদে জয়ী হয়েছিলেন মুনতাসীর মামুন। একই সময়ে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যায়ের সাংস্কৃতিক সংসদের সভাপতি তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর