সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

গণমাধ্যমে চিকিৎসকদের কথা বলতে বিএসএমএমইউ’র ‘কড়াকড়ি’

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনার প্রকোপ শুরুর পর থেকে স্বাস্থ্য অধিদফতরসহ চিকিৎসা সেবা সংক্রান্ত বেশকিছু সরকারি প্রতিষ্ঠান গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করেছে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকসহ অন্য কর্মকর্তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে সাংবাদিকদের সঙ্গে কথা না বলার নির্দেশনা দেওয়া হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। এতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিএসএমএমইউর শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তাদের গণমাধ্যমে বক্তব্য দেওয়া যাবে না। শুধু তাই নয়, কোনো টেলিভিশনের টকশোতে অংশগ্রহণ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস/শেয়ার প্রদান করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

 সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাবমূর্তি যেন ক্ষুণœ না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আবদুল হান্নান ওই বিবৃতিতে স্বাক্ষর করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর