মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা
রাজশাহী

কমছে জট দুই শিফটে শুরু নমুনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে করোনা শনাক্তকরণ ল্যাবে দুই শিফটে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগে গত ১ এপ্রিল নমুনা পরীক্ষা শুরু হয়। এর এক মাস পাঁচ দিন পর সেখানে দুই শিফটে নমুনা পরীক্ষা শুরু হলো। এখন থেকে এক দিনেই ১৮৮টি নমুনা পরীক্ষা সম্ভব হবে। এত দিন এক দিনে নমুনা পরীক্ষার সক্ষমতা ছিল ৯৪টি। রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান জানান, রাজশাহী বিভাগের অন্তত পাঁচটি জেলা থেকে তাদের এখানে নমুনা আসে। কিন্তু সক্ষমতা ছিল না বলে সেগুলো পরীক্ষা করা সম্ভব হচ্ছিল না। আর ৪৮ ঘণ্টা পার হলে নমুনার গুণাগুণও থাকে না। এ অবস্থায় ৯৪টির বেশি নমুনা হলে সেগুলো ঢাকায় পাঠাতে হতো। এতে রিপোর্ট পেতে দেরি হচ্ছিল।

ডা. বুলবুল হাসান জানান, তারা সকাল ৯টায় কাজ শুরু করেছেন। রাত ৮টার মধ্যে দুই শিফটের পরীক্ষার রিপোর্ট পাওয়া যাচ্ছে। রবিবার দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। তবে ত্রুটি থাকায় ৩৭টি নমুনার রিপোর্ট পাওয়া যায়নি। বাকি ১৫১টি নমুনার মধ্যে শুধু একটি রিপোর্ট পজিটিভ। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর