মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

আবাসন শ্রমিকদের এক লাখ বেলা খাবার দেবে রিহ্যাব

নিজস্ব প্রতিবেদক

আবাসন খাতের নির্মাণাধীন প্রকল্পের নিরাপত্তা কর্মী এবং শ্রমিকদের জন্য এক লাখ বেলা খাবার সহায়তা কার্যক্রম শুরু করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল গতকাল এই খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন বলে জানিয়েছে রিহ্যাব। গতকাল রিহ্যাব কার্যালয় থেকে অনলাইনে এই কার্যক্রম উদ্বোধন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিহ্যাব। এ উদ্বোধনীতে অংশ নেন রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া মিলন, সহসভাপতি কামাল মাহমুদ ও প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানাসহ অন্য নেতৃবৃন্দ। এ প্রসঙ্গে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের নির্মাণ কাজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ফলে এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন।

তাদের কথা চিন্তা করে খাবার সহায়তা কার্যক্রম শুরু করেছে রিহ্যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর