মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

রমজানের শিক্ষায় দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করতে হবে

পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই মাহে রমজানের শিক্ষা নিয়ে গোনাহমুক্ত জীবন যাপনের জন্য সবার প্রতি আহŸান জানিয়েছেন। তিনি বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি অর্জনের মাস, গোনাহমুক্ত জীবন গঠনের মাস। এ মাস থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে হবে। গতকাল এক অডিও বার্তায় পীর  চরমোনাই এসব কথা বলেন। পীর চরমোনাই আরও বলেন, মানুষের মধ্যে তাকওয়া বা আল্লাহর ভয় না থাকায় মানুষ মহামারী ও দুর্যোগের মধ্যেও মানুষের মুখের আহার কেড়ে নিতে দ্বিধা করে না। চুরি-ডাকাতি, খুন, ধর্ষণ করতে একটুকু চিন্তা করে না। তাই দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে সবাইকে কাজ করতে হবে।

পীর সাহেব বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের ফলে জনজীবন বিপর্যস্ত। বিশ্বের শক্তিগুলো এখন নিরুপায় হয়ে বসে আছে। সামান্য একটি ভাইরাস যা খালি চোখে দেখা যায় না, সেই অদৃশ্য ভাইরাসে পুরো বিশ্ব ধমকে গেছে। এতে বোঝা যায় যে, আল্লাহ পাক আছেন। কাজেই সব প্রকার পাপাচার ছেড়ে তওবা ও ইস্তেগফার করতে হবে। ভবিষ্যতে গোনাহমুক্ত জীবন-যাপনের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। পীর সাহেব বলেন, সেইসঙ্গে স্বাস্থ্য বিধি মেনে চলাও জরুরি। কাজেই অনর্থক ঘোরাফেরা না করে ঘরেই অবস্থান করুন এবং ইবাদতে সময় অতিবাহিত করুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর