মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

গাজীপুরে বন্দুকযুদ্ধে শিশু আলিফ খুনের আসামি নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে থাপ্পড়ের প্রতিশোধ নিতে বাড়ির মালিকের পাঁচ বছরের শিশুসন্তান আলিফকে অপহরণ ও খুনের ঘটনার প্রধান আসামি জুয়েল আহমেদ সবুজ (২২) র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। র‌্যাব-১-এর স্পেশালাইজ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল-মামুন জানান, শিশু আলিফ হত্যা মামলার পলাতক আসামিদের আটকের জন্য রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর জেলখানা রোডের ড্যানো কারখানার সামনে অভিযানে যায় র‌্যাব-১-এর একটি টিম। টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবের টহল গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুই পক্ষের গুলিবিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়।

পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে শিশু আলিফ খুনের প্রধান আসামি জুয়েলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য নায়েক চান মিয়া ও কনস্টেবল ইদ্রিস আহত হয়েছেন।

জানা গেছে, নিহত জুয়েল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পদিপাড়া এলাকার রফিক উল্লাহর ছেলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর