শিরোনাম
মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে সড়ক অবরোধ করে ত্রাণের জন্য বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল সকাল ১০টা থেকে নগরীর কেদুর মোড় এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর অভিযোগ, তারা ২৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। করোনার জন্য দীর্ঘদিন ধরে বেকার হয়ে থাকলেও কোনো ত্রাণ সহায়তা পাচ্ছে না। এতে তাদের পরিবার মানবেতর জীবন যাপন করছে। এ পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছে। তাদের দাবি, ত্রাণ দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়েছিলেন ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী। কিন্তু তাদের ত্রাণ দেওয়া হয়নি। কলিমউদ্দিন নামে একজন বিক্ষোভকারী জানান, তাদের কোনো ত্রাণ দেওয়া হয়নি। কাউন্সিলর কাদের ত্রাণ দিয়েছেন তারা জানেন না।

ত্রাণ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী। তিনি বলেন, ‘আমার এলাকার নিম্ন আয়ের মানুষের তালিকা করে ত্রাণ দেওয়া হয়েছে। এখানে কোনো উচ্চবিত্ত পরিবারকে ত্রাণ দেওয়া হয়নি। হতদরিদ্রদের মাঝে সুন্দরভাবে ত্রাণ দেওয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর