বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

নারায়ণগঞ্জে করোনা জয়ী দুই পুলিশ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে করোনা জয়ী দুই পুলিশ

করোনাভাইরাসের ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ। এই জেলায় জননিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত দুজন পুলিশ সদস্য এখন পুরোপুরি সুস্থ। করোনাভাইরাস মোকাবিলা করে এখন তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। কর্মব্যস্ত হয়ে পড়েছে কর্মস্থলে। মানুষের সেবা দিতে তারা এখন মাঠে। ওই দুই পুলিশ সদস্য হলেন- বন্দর পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল ইসলাম এবং সোনারগাঁও থানার কনস্টেবল পিয়াংকা সাহা। নারায়ণগঞ্জের অতিরিক্ত এসপি খোরশেদ আলম জানান, বন্দর পুলিশ ফাঁড়ির দায়িত্ব পালন করা এএসআই আমিনুল ইসলাম গত মাসে করোনা উপসর্গ হয়। গত ১৫ এপ্রিল করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করে। ১৯ এপ্রিল রিপোর্টে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর ২১ এপ্রিল তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন থেকে ২৮ এপ্রিল আবার টেস্ট করালে করোনা নেগেটিভ আসে। ফের ১ মে দ্বিতীয়বার টেস্টেও নেগেটিভ আসে। একইভাবে সোনারগাঁও থানার কনস্টেবল পিয়াংকা সাহা। করোনা উপসর্গের মধ্যে নমুনা প্রদান করে তারও পজিটিভ রিপোর্ট আসে। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর দুই দফায় তার করোনা টেস্ট করলে রিপোর্ট নেগেটিভ আসে। করোনা জয়ী ওই দুই পুলিশ সদস্যের ভাষ্য মতে, গরম পানির ভাপ আর গার্গল এবং লেবুর শরবত পান, ফল খাওয়া ও ব্যায়াম করা কাজে দিয়েছে। নিয়ম-কানুন মেনে চলায় তারা দ্রæত করোনামুক্ত হতে পেরেছেন। আক্রান্ত হলেই হাসপাতালে ভর্তি হতে হবে- এমন নয়। বাসায় থেকেই দৃঢ় মনোবল, সঠিক পরিচর্যা এবং পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমেই করোনাকে জয় করা সম্ভব।

সর্বশেষ খবর