বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

সৌদিতে হিজরত করতে চেয়েছিলেন তারা

১৭ জেএমবি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

তাবলিগের আড়ালে সৌদি আরবে ‘হিজরত’ করতে চেয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদিনের ১৭ সক্রিয় সদস্য। সেখানে গিয়ে তারা ‘ইমাম মাহাদির’ সৈনিক হিসেবে যুদ্ধের প্রস্তুতি নেবেন। তাদের দলনেতার পক্ষ থেকে বলা হয়েছিল, করোনার দুর্যোগে আকাশ থেকে গজব নেমে আসবে এবং সবকিছু ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে। তখন সীমান্তে কোনো পাহারা থাকবে না। তবে সীমান্তে গিয়ে ব্যর্থ হয়ে ঢাকায় ফিরে এলেই ঢাকার কাকরাইল এলাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কাছে গ্রেফতার হন তারা। গ্রেফতারকৃতরা হলেনÑ হায়দার আলী (৪৪), মাহমুদুল হাসান ওরফে মাসুম, জামিরুল ইসলাম (২৪), বিল্লাল হোসেন (৩৮), শেখ আরাফাত ওরফে জনি (৪৮), ইমরুল হাসান ওরফে ইমন (২৫), সাইফুল ইসলাম (২৫), মোজাম্মেল হক (৩৩), শাহজালাল (৩৪), আক্তারুজ্জামান (৩০), মাহমুদুল হাসান ওরফে সাব্বির (২৩), আবিদ উল মাহমুদ ওরফে আবিদ (২২), সোহাইল সরদার (৩৩), ওবায়দুল ইসলাম ওরফে সুমন (৩০), মাহমুদ হাসান ওরফে শরীফ (১৮), মাজেদুল ইসলাম ওরফে মুকুল (২৮) ও সোহাগ হাসান (২০)। তাদের বেশিরভাগ সদস্যই উচ্চশিক্ষিত।

সোমবার সন্ধ্যায় কাকরাইল মসজিদের বিপরীত পাশে পাবলিক হেলথ অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর